আন্তর্জাতিক ডার্মাটোলজি সম্মেলনে সিওডিলের ঝলক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১১:০০ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীতে জমজমাটভাবে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক অ্যাস্থেটিক ডার্মাটোলজি সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৩০০ জন চর্মরোগ বিশেষজ্ঞের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ডার্মা কসমেটিকস ব্র্যান্ড সিওডিল প্লাটিনাম স্পন্সর হিসেবে গর্বের সঙ্গে উপস্থিতি জানিয়েছে।
অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এডিএসবি)-এর উদ্যোগে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আয়োজিত এই সম্মেলনের প্রথম দিনেই একাধিক বৈজ্ঞানিক সেশন ও সেমিনার অনুষ্ঠিত হয়। সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল সিওডিলের বিশেষ প্রদর্শনী স্টল, যেখানে ব্র্যান্ডটির উদ্ভাবনী পণ্য ও গবেষণামূলক কার্যক্রম উপস্থাপন করা হয়।
দেশি-বিদেশি চর্মরোগ বিশেষজ্ঞদের ভিড়ে সিওডিলের স্টল হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে ভিয়েতনাম, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড ও ভারতের অতিথিরা সিওডিলের পণ্য ও কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডা. শারমিনা হক বলেন, “অ্যাকনি, এজিং, ড্রাইনেস ও স্ক্যাল্পের সমস্যার সমাধানে সিওডিল অসাধারণ কাজ করছে। একই সঙ্গে সচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষকে ত্বক সুরক্ষায় উৎসাহিত করছে ব্র্যান্ডটি। আশা করি, সিওডিল একদিন বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দেশের গর্ব বাড়াবে।”
সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, অ্যাস্থেটিক ২০২৫-এ তাদের উদ্ভাবনী পণ্যগুলো বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে বেশ সাড়া ফেলেছে।
তিনি বলেন, “সিওডিল এখন বিশেষজ্ঞদের রেকমেন্ডেড একটি ব্র্যান্ড। বিশ্বব্যাপী আমাদের অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা ইতোমধ্যে দুবাই ডার্মা ও কসমো প্রফ ২০২৫-এ অংশগ্রহণ করেছি এবং সেখানেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছি। এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া ডাক্তাররাও সিওডিলের পণ্যে গভীর আগ্রহ দেখিয়েছেন।”
তিনি আরও জানান, বর্তমানে আমেরিকা, শ্রীলংকা, থাইল্যান্ড, ফিলিপাইন, দুবাই ও ভারতে সিওডিলের পণ্য পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই মিয়ানমার, ভিয়েতনাম ও পাকিস্তানেও নতুন বাজার তৈরির পরিকল্পনা রয়েছে।
বাংলাধারা/এসআর