বাংলাদেশ সফরের জন্য নেদারল্যান্ডসের দল ঘোষণা
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৫:০৮ বিকাল

ছবি: সংগৃহিত
সিলেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। সিরিজটি শুরু হবে আগামী ৩০ আগস্ট।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অধিনায়ক স্কট এডওয়ার্ডস, শাকিব জুলফিকার, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেনসহ নিয়মিত খেলোয়াড়রা। দলটির সঙ্গে থাকছে সাত সদস্যের কোচিং স্টাফও। ডাচরা ২৬ আগস্ট ঢাকায় এসে পৌঁছাবে।
সিরিজের প্রথম ম্যাচ হবে ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। তিনটিই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
অন্যদিকে বাংলাদেশ এখনও চূড়ান্ত দল ঘোষণা করেনি। তবে এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ২৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ছুটি নেওয়া মেহেদী হাসান মিরাজ ছাড়া বাকি সবাই সিলেটে স্কিল ট্রেনিংয়ে অংশ নিচ্ছেন। সেখান থেকেই নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকেই বড় টুর্নামেন্টের আগের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ দল।
বাংলাধারা/এসআর