ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:২৪ রাত  

ফাইল ছবি

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ রোববার (২৪ আগস্ট) বাংলাদেশের আকাশে দেখা যায়নি। ফলে চলতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিনে পূর্ণ হবে। তাই ১২ রবিউল আউয়াল পড়ছে ৬ সেপ্টেম্বর। এ দিনটি বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে পালিত হবে।

প্রতি বছর ১২ রবিউল আউয়াল তারিখে বিশ্ব মুসলিম উম্মাহ ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে থাকেন। দিনটি একদিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন, অন্যদিকে তাঁর ওফাত দিবস।

ইসলামি ইতিহাস অনুযায়ী, খ্রিস্টাব্দ ৫৭০ সালে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে একই দিনে, ১২ রবিউল আউয়ালেই, তিনি ইন্তেকাল করেন। তাই এই দিনটি মুসলমানদের কাছে সমানভাবে আনন্দ ও শোকের প্রতীক।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দিবসটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।


বাংলাধারা/এসআর