হাদিসে ভালো কাজে এগিয়ে থাকতে প্রতিযোগিতার নির্দেশ
প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ০৭:৪৯ বিকাল
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, তোমরা সৎকাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো। (সূরা বাকারা, আয়াত : ১৪৮)
অপর আয়াতে আরও বর্ণিত হয়েছে, তোমরা সেই পথে দ্রুত বেগে এগিয়ে চলো, যা তোমাদের প্রভুর ক্ষমা এবং আকাশ ও পৃথিবী সমান প্রশস্ত জান্নাতের দিকে এগিয়ে গেছে এবং যা খোদাভীরু লোকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। (সূরা আল ইমরান, আয়াত : ১৩৩)
আরেক হাদিসে উকবা ইবনে হারিস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি মদিনায় রাসূল সা.-এর ইমামতিতে আসর নামাজ পড়লাম। তিনি সালাম ফিরিয়ে দ্রুত উঠে পড়লেন এবং (অনেকটা) লোকদের ঘাড়ের ওপর দিয়েই তার স্ত্রীদের কামরার দিকে গেলেন। লোকেরা তার এই তাড়াহুড়া দেখে ঘাবড়ে গেল। এরপর তিনি বেরিয়ে এসে দেখলেন যে, তার তাড়াহুড়ার কারণে লোকেরা হতবাক হয়ে গেছে। তখন তিনি বললেন, এক টুকরো স্বর্ণের কথা আমার মনে পড়েছিল, যা আমাদের কাছে সঞ্চিত ছিল। আমার কাছে এমন জিনিস থাকা মোটেও পছন্দ করি না। তাই সেটাকে (লোকদের মাঝে) বণ্টন করার নির্দেশ দিয়ে এলাম। (বুখারি)