যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে মহাবিপদে ভারত
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১০:৫৭ দুপুর

ছবি: সংগৃহিত
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের কারণে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কার মুখে পড়ল ভারত। বুধবার (২৭ আগস্ট) থেকে ভারতীয় পণ্যের ওপর কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক। ফলে এখন ভারত থেকে আমদানি হওয়া সব ধরনের পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক দিতে হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের মূল কারণ রাশিয়া থেকে ভারতের তেল আমদানি। যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়ার সঙ্গে ভারতের এ ধরনের লেনদেন তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় জানানো হয়, এই শুল্কারোপ আসলে যুক্তরাষ্ট্রের ‘হুমকি মোকাবিলার অংশ’।
মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে নতুন শুল্ক কার্যকর হয়েছে, যা ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩১ মিনিট।
বিশ্লেষকদের মতে, শুল্ক বৃদ্ধির ফলে ভারতের রপ্তানিনির্ভর শিল্পখাতগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে পোশাক, হীরা ও চিংড়ি শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়বে। সস্তা শ্রমভিত্তিক পোশাক শিল্প এ ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছেন। স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে তিনি উজ্জ্বল গেরুয়া পাগড়ি পরে বলেন, “আমাদের আত্মনির্ভর হতে হবে। এটা হতাশা থেকে নয়, গর্ব থেকে। বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। আমাদের কাঁদলে চলবে না, নিজেদের শক্তিতেই উঠে দাঁড়াতে হবে।”
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, মোদি সরকার কীভাবে এ সংকট মোকাবিলা করে।
বাংলাধারা/এসআর