বিজয়ের আলোয় রাঙা রাজধানী ঢাকা
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১২:০৮ রাত
ছবি: বাংলাধারা
মহান বিজয় দিবসকে ঘিরে বর্ণিল আলোর সাজে সেজেছে রাজধানী ঢাকা। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নগরজুড়ে চোখে পড়ে লাল-সবুজের ঝলমলে আলোর ছোঁয়া। সরকারি-বেসরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জায় রূপ নিয়েছে এক অনন্য উৎসবমুখর নগরীতে।
বিজয়ের মাহেন্দ্রক্ষণকে স্মরণ করতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও সাজানো হয়েছে বিশেষ আলোকসজ্জায়। আপিল বিভাগের মূল ভবন ও হাইকোর্টসহ আদালত প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লাল-সবুজের আলোর চাদরে মোড়ানো হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।
শুধু সরকারি স্থাপনায় নয়, ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগেও বিজয়ের রঙে রাঙানো হয়েছে রাজধানী। লাল-সবুজের পাশাপাশি কোথাও কোথাও নীল, সাদা ও হলুদ আলোর সমন্বয়ে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস। আলোকসজ্জার মাধ্যমে কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের প্রতীক, কোথাও লেখা হয়েছে বিজয়ের বার্তা।
সন্ধ্যার পর থেকেই রাজধানীর প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো আলোর ঝলকানিতে প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, অভিজাত হোটেলসহ বিভিন্ন ভবনে শোভা পাচ্ছে ঝলমলে আলোর সাজ। পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যালয়েও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা।
রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলা ও নগরীতে বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। লাল-সবুজের আলোয় সেজে উঠে পুরো দেশ। বিজয়ের এই দিনে ঢাকা যেন রূপ নিয়েছে এক আলোকিত শহরে—যেখানে আলোয় আলোয় স্মরণ করা হচ্ছে স্বাধীনতার গল্প, ত্যাগ আর গৌরবের ইতিহাস।
বাংলাধারা/এসআর
