ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মকর্তা মাহমুদ সালামের মৃত্যুবার্ষিকী পালিত

নুরুল আফছার :

 প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১২:৫০ রাত  

আজ ধানমন্ডির ৩২ নাম্বারে রেহানা সালামের পৈতৃক বাড়িতে এক দোয়াও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, এতে তার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী সহ বিশিষ্ট সাংবাদিক সওকত মাহমুদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতি নিয়ে আলোচনা করা হয়।

তিনি ১৯৮৮ সালের ২৭শে আগস্ট মৃত্যুবরণ করেন তিনি ছিলেন বাংলাদেশ বেতার কেন্দ্রের কর্মকর্তা ও বিটিভি নিয়মিত নাট্য অভিনেতা ও সহশিল্পী ছিলেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার স্ত্রী রেহানা সালাম ও তার মেয়ে তানিশা মাহমুদ সালাম রেবাস সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য মরহুম মাহমুদ সালাম ভাষা আন্দোলনে কারাবরণকারী পাকিস্তান অবজারভার পত্রিকার সম্পাদক আব্দুস সালাম এর ছোট মেয়ে রেহানা সালামের স্বামী।