ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

শনিবার বৃষ্টিতে ভিজতে পারে দেশের সব বিভাগ

বাংলাধারা রিপোর্ট:

 প্রকাশিত: মে ০২, ২০২৫, ১১:২৩ রাত  

ছবি: সংগৃহিত

সপ্তাহের ছুটির দিন শনিবার দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট- সব বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাত হতে পারে, যা স্বস্তি দিতে পারে চলমান গরমের মধ্যে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর মানে হচ্ছে, দিনের শেষে আবহাওয়া কিছুটা উষ্ণ থাকতে পারে।

এদিকে, আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সোমবার (৫ মে) থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও চুয়াডাঙ্গায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গ্রীষ্মের শুরুতেই এমন আবহাওয়া দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তি আনতে পারে, তবে তাপমাত্রা বেড়ে গেলে আবারও গরমের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


বাংলাধারা/এসআর/এএস