আজই কি অ্যানফিল্ডে সালাহর শেষ অধ্যায়?
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৫৯ দুপুর
ছবি: সংগৃহিত
অ্যানফিল্ডে আজই কি শেষবারের মতো লিভারপুলের জার্সিতে নামবেন মোহামেদ সালাহ? নাকি ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি দিয়েই পর্দা নামবে মিসরীয় তারকার বর্ণিল লিভারপুল অধ্যায়ের? নাকি আরও হতাশাজনকভাবে, ডাগআউটে বসেই শেষ দেখতে হবে তাঁর লাল জার্সির গল্প?
এমনই নানা প্রশ্নে এখন উত্তাল লিভারপুল সমর্থকদের মন। তবে এই অনিশ্চয়তার মাঝেই দেখা যাচ্ছে এক চিলতে আশার আলো। শুক্রবার কোচ আর্নে স্লটের সঙ্গে সালাহর সরাসরি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই আলোচনাই অ্যানফিল্ডে সালাহর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সালাহ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন লিভারপুল কোচ। স্লট বলেন,
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেই মো’র সঙ্গে আমার কথা হবে। আগামীকাল পরিস্থিতি কেমন হবে, সেটা এই আলোচনার ওপরই নির্ভর করবে।”
লিভারপুলে সালাহ থাকবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো কারণ নেই যে আমি চাইব সে দল ছাড়ুক।
তবে সাংবাদিকদের পক্ষ থেকে বারবার একই প্রশ্ন আসতে থাকলে কিছুটা বিরক্তি প্রকাশ করেন স্লট। যদিও সালাহর ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত নিশ্চয়তা দেননি তিনি।
“পরেরবার আমি যখন মো’র সঙ্গে কথা বলব, সেটা তার সঙ্গেই হবে- এখানে নয়। আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন, কিন্তু এ বিষয়ে আমার আর কিছু বলার নেই,” বলেন লিভারপুল কোচ।
গত সপ্তাহে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে সালাহ ইঙ্গিতপূর্ণ ভাষায় কোচ আর্নে স্লটের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কেউ তাঁকে ‘বলির পাঠা’ বানাতে চাইছে এবং দলের সব ব্যর্থতার দায় তাঁর কাঁধে চাপানো হচ্ছে।
সেদিনই সালাহ জানান, ১৩ ডিসেম্বর ব্রাইটনের বিপক্ষে ম্যাচ দেখতে তিনি তাঁর বাবা-মাকে অ্যানফিল্ডে আসতে বলেছেন। এমনকি খেলার সুযোগ না পেলেও, সমর্থকদের সঙ্গে সময় কাটিয়ে ম্যাচ উপভোগ করার কথাও বলেন তিনি।
সালাহ আরও জানান, আফ্রিকান নেশন্স কাপ শেষে কী পরিস্থিতি তৈরি হবে, তা তিনি নিজেও নিশ্চিত নন। তাই ব্রাইটনের ম্যাচটিকেই সম্ভাব্য বিদায়ী মুহূর্ত হিসেবে দেখছেন তিনি-অ্যানফিল্ডে দাঁড়িয়ে সমর্থকদের কাছ থেকে শেষবারের মতো ভালোবাসা নিতে চান।
কিন্তু নাটকীয়তা সেখানেই শেষ নয়। ওই সাক্ষাৎকারের মাত্র দুই দিন পর ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে সালাহকে খেলানো তো দূরের কথা, ইতালিগামী বিমানে পর্যন্ত জায়গা দেননি কোচ স্লট। এরপর থেকেই সালাহর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়ে ওঠে।
এরই মধ্যে সৌদি আরবের ক্লাবগুলোর সঙ্গে সালাহর নাম জড়িয়ে গিয়েছে জোরালোভাবে। জানুয়ারির দলবদল উইন্ডোতেই তিনি মধ্যপ্রাচ্যের কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন- এমন গুঞ্জনও ছড়িয়েছে ফুটবলপাড়ায়।
সব মিলিয়ে আজকের দিনটি হতে পারে লিভারপুল ও মোহামেদ সালাহ- দুজনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যানফিল্ডে কি লেখা হবে বিদায়ের গল্প, নাকি শুরু হবে আরেকটি অধ্যায়ের প্রস্তুতি- উত্তরের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।
বাংলাধারা/এসআর
