বিবিসি নয়, ‘ভাই ভাই চ্যানেল’- ভাইরাল রিপোর্টার মেহরুন্নিসা
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:৩২ রাত

ছবি: সংগৃহিত
পাকিস্তানের পাঞ্জাবে বন্যা কভার করতে গিয়ে নৌকায় বসে নাটকীয় লাইভ রিপোর্টিং করে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন নারী সাংবাদিক মেহরুন্নিসা।
ভিডিওতে দেখা যায়, শুরুতে তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দর্শকদের বলছিলেন- “আপনারা দেখতে পাচ্ছেন, পানির চাপ বাড়ছে।” কিন্তু নৌকাটি যখন বারবার দুলতে থাকে, তখন ভয় পেয়ে তাঁর কণ্ঠ পাল্টে যায়। মুহূর্তেই তিনি চিৎকার করে ওঠেন-“বড়ই ডর লাগ রাহী, কাভি ইয়ে ইস সাইড পে হোতি কাভি উস, ব্যালেন্স না হোরা হাম সে।” এরপর দর্শকদের উদ্দেশে বলেন- “বাস আপ হামারে লিয়ে দুয়া করে গাইস।”
এই মুহূর্তগুলোই তাঁর ভিডিওকে ব্যাপকভাবে ভাইরাল করে তোলে। অনেকেই মেহরুন্নিসার ‘মিষ্টি কণ্ঠ’ ও দুঃসাহসিক চেষ্টার প্রশংসা করেন। আবার কেউ কেউ তাঁর ‘ব্যালেন্স না হোরা হাম সে’ মন্তব্যটিকে পাকিস্তানের সামগ্রিক বাস্তবতার এক ধরনের দার্শনিক প্রতীক বলেও ব্যাখ্যা করেছেন।
তবে ভিডিও ভাইরাল হওয়ার পর আরেক বিতর্ক জন্ম নেয়। নেটিজেনরা লক্ষ্য করেন, তাঁর হাতে থাকা মাইক্রোফোনে লেখা রয়েছে “BBC”। অনেকেই ভেবেছিলেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কিন্তু পরে জানা যায়, এটি আসলে “BBC Urdu News Punjab TV” নামের এক স্থানীয় চ্যানেলের লোগো।
এ নিয়ে বিবিসি উর্দু দ্রুতই একটি বিবৃতি দিয়ে স্পষ্ট করে জানায়, ওই চ্যানেল বা রিপোর্টারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং অনুমতি ছাড়া তাদের নাম ব্যবহার করা হয়েছে।
অভিযোগে থেমে যাননি মেহরুন্নিসা। তিনি আরেকটি ভিডিও বার্তায় হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন- “তারা বলে আমরা বিবিসি নকল করেছি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে হলো ভাই ভাই চ্যানেল।” তাঁর এই আত্মবিশ্বাসী ও রসিক জবাব আবারও নেট দুনিয়ায় প্রশংসা কুড়ায়।
ব্র্যান্ডিংয়ের বিভ্রান্তি বাদ দিলে, মেহরুন্নিসার সাহস, স্বতঃস্ফূর্ততা আর অনন্য স্টাইল পাকিস্তানের ইন্টারনেট সংস্কৃতিতে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। অনেকের মতে, তাঁর এই ভিডিও ইতিমধ্যেই পাকিস্তানের ‘ইন্টারনেট হল অব ফেম’-এ জায়গা করে নিয়েছে।
বাংলাধারা/এসআর