ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৪৩ রাত  

ছবি: সংগৃহিত

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

মুঠোফোনে আনিস আলমগীর বলেন, ‘বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।’ তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।

ঘটনাটি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তিনি বলেন, ‘কিছু নির্দিষ্ট বিষয়ে তার কাছে তথ্য জানার প্রয়োজন রয়েছে, সে কারণেই তাকে ডিবিতে নেওয়া হয়েছে।’

আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘এ মুহূর্তে নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী বিস্তারিত তথ্য ডিএমপি মিডিয়া সেন্টারের মাধ্যমে জানানো হবে।’

ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। পরবর্তী আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এসআর