ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

দুই রণবীরের আচরণে পার্থক্য কোথায়, জানালেন সহশিল্পী

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৩৬ রাত  

ছবি: সংগৃহিত

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও রণবীর কাপুর দুজনেরই তারকাখ্যাতি ও সাফল্য আকাশচুম্বী। তবে আচরণ ও কাজের ধরনে এই দুই রণবীরের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন তাদের সহশিল্পী নবীন কৌশিক।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ফেমাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নবীন কৌশিক বলেন, রণবীর সিং ও রণবীর কাপুর দুজনেই তারকা হলেও সেটে অহংকারের কোনো প্রকাশ নেই। বরং সহশিল্পী ও টিমের সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলাকেই তারা গুরুত্ব দেন।

নবীন জানান, ‘রকেট সিং’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সময় রণবীর কাপুর প্রত্যেক কলাকুশলীর নাম জানার চেষ্টা করতেন এবং সবার সঙ্গে সহজভাবে মিশতেন। অন্যদিকে, সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবির সেটে রণবীর সিং নিজে থেকেই সবার সঙ্গে পরিচিত হয়েছেন। কাউকে তার কাছে আসতে বলেননি, বরং তিনিই সবার কাছে গেছেন।

তিনি আরও বলেন, দুই রণবীরেরই এনার্জি দারুণ এবং সেটে যেন কেউ অস্বস্তিতে না থাকে, সে বিষয়টি তারা সচেতনভাবে নিশ্চিত করেন। বড় তারকা হয়েও তারা দুজনই অত্যন্ত বিনয়ী এবং কাজের পরিবেশকে আনন্দময় করে তোলেন।

নবীন কৌশিকের ভাষ্য অনুযায়ী, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সময় রণবীর কাপুর নিজে এসে তার কাজের খোঁজ নিয়েছিলেন। আবার ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ভিড় সামলানো থেকে শুরু করে সহশিল্পীদের মানসিক স্বস্তির দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন।

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই প্রায় ৩০০ কোটি রুপি আয় করে বক্স অফিসে সাফল্যের নজির গড়েছে। ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর. মাধবনসহ একঝাঁক তারকা।

বাংলাধারা/এসআর