ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত বেড়েই চলছে: সেপ্টেম্বরেই সর্বোচ্চ ৪৫
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৪৭ দুপুর

ছবি: সংগৃহিত
বর্ষা শেষ হলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার রোগী। একই সময়ে মারা গেছেন ২২ জন।
সেপ্টেম্বরে প্রথম ১৯ দিনে ৪৫ জনের মৃত্যু হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল।
চলতি বছর জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৪০,৭০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৮,৫২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট মৃতের সংখ্যা ১৬৭।
বিভাগভিত্তিক মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (৮৩ জন), চট্টগ্রাম ও বরিশালে ২২ জন করে, ঢাকা উত্তরে ১৯, রাজশাহীতে ১০, খুলনায় ৫ এবং ময়মনসিংহে ৪ জন।
বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত বৃষ্টিপাত, জমে থাকা পানি, অপরিকল্পিত নগরায়ণ ও কার্যকর মশক নিয়ন্ত্রণের অভাব ডেঙ্গুর বাড়তে থাকা প্রকোপের মূল কারণ। বিশেষভাবে গ্রামাঞ্চলে ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক।
ডা. বে-নজির আহমেদ বলেন, “ঘর-বাড়ি পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরানো, মশা ধ্বংস করা এবং সময়মতো চিকিৎসা গ্রহণ জরুরি। স্থানীয় সরকার ও জাতীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।”
সর্বশেষ ১৯ সেপ্টেম্বর নতুন করে ভর্তি হয়েছেন ২৪৮ জন। বরিশাল ৪৩, চট্টগ্রাম ৫৩, ঢাকার বাইরে ৫২, ঢাকা উত্তর ৩১, ঢাকা দক্ষিণ ৫৬, খুলনা ৩৭ এবং ময়মনসিংহে ১৩ জন।
দেশে ডেঙ্গুর তথ্য সংরক্ষণ শুরু হয় ২০০০ সাল থেকে। সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩, যখন আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১,৭০৫ জন।
বাংলাধারা/এসআর