ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

মহান বিজয় দিবসে পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপারের গৌরবগাথা, গড়লো বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:২৬ দুপুর  

ছবি: সংগৃহিত

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে জাতীয় পতাকা হাতে একসঙ্গে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছেন ৫৪ জন বাংলাদেশি প্যারাট্রুপার। বিশ্বের ইতিহাসে এই প্রথম সর্বাধিক সংখ্যক প্যারাট্রুপার একযোগে পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করলেন, যা বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের মুহূর্ত হয়ে থাকল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর আয়োজনে এই ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন আয়োজন অনুষ্ঠিত হয়। ‘টিম বাংলাদেশ’-এর সদস্য ৫৪ জন প্যারাট্রুপার আকাশে জাতীয় পতাকা উড়িয়ে প্যারাস্যুটিংয়ের মাধ্যমে মাটিতে অবতরণ করেন।

এই ঐতিহাসিক মুহূর্তের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উপভোগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি মনোজ্ঞ ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সমন্বিত আকাশ মহড়া দর্শকদের মুগ্ধ করে তোলে এবং বিজয় দিবসের উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই ব্যতিক্রমী আয়োজন দেখতে মঙ্গলবার সকাল থেকেই তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় দর্শনার্থীদের ঢল নামে। সকাল পৌনে ১০টার দিকেই বিমানবন্দরের প্রধান ফটকে দীর্ঘ সারি দেখা যায়। কঠোর নিরাপত্তা তল্লাশির পর দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। আকাশে ‘এয়ার শো’ ও প্যারাট্রুপারদের পতাকাবাহী অবতরণ প্রত্যক্ষ করতে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

মহান বিজয় দিবসে এমন সাহসী ও গৌরবময় প্রদর্শনী আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের পরিচয় তুলে ধরেছে। একই সঙ্গে এটি দেশের মানুষের মধ্যে নতুন করে জাতীয় গৌরব ও বিজয়ের চেতনা জাগিয়ে তুলেছে।

বাংলাধারা/এসআর