ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:৩২ দুপুর  

ছবি: সংগৃহিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি এই ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, বিজয় দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের বর্তমান ও ভবিষ্যৎ পথচলা নিয়ে তিনি জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে, যাতে দেশের সর্বস্তরের মানুষ সরাসরি তা অনুসরণ করতে পারেন।

মহান বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার এই ভাষণ ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাধারা/এসআর