ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২৫, ০৬:০৮ বিকাল  

ছবি: সংগৃহিত

২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন খ্যাতনামা বিজ্ঞানী- জন ক্লার্ক, মিশেল এইচ. দেবোরে এবং জন এম. মার্টিনিস। কোয়ান্টাম মেকানিক্সে তাদের যুগান্তকারী গবেষণা ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবেই এ বছরের নোবেল প্রদান করা হয়েছে।

সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের ইচ্ছানুযায়ী ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি বিজ্ঞানীদের জন্য সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত।

নোবেল কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, ১৯৮০-এর দশকে এই তিন বিজ্ঞানীর কাজ কোয়ান্টাম স্তরে পদার্থের আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের উদ্ভাবন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির উন্নয়নে গভীর প্রভাব রেখেছে।

পুরস্কার হিসেবে নোবেলজয়ীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকা। যদি একাধিক ব্যক্তি পুরস্কার ভাগাভাগি করেন, তবে অর্থের অঙ্ক সমানভাবে বণ্টন করা হয়।

নোবেল ইতিহাসে ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১৮ বার পদার্থবিজ্ঞানে নোবেল প্রদান করা হয়েছে। এ পর্যন্ত ২২৭ জন বিজ্ঞানী এই সম্মান অর্জন করেছেন। তাদের মধ্যে মাত্র পাঁচজন নারী, যাদের মধ্যে প্রথম হলেন মারি কুরি। তিনি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল জিতে ইতিহাস সৃষ্টি করেন।

প্রথা অনুযায়ী, এ সপ্তাহজুড়ে নোবেল কমিটি অন্যান্য ক্ষেত্র- রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে। অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।

সব নোবেলজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ডিসেম্বরে সুইডেনে আয়োজিত জমকালো নোবেল প্রদান অনুষ্ঠানে।

বাংলাধারা/এসআর