ভারতের সঙ্গে বাণিজ্য স্বাভাবিক, নেতিবাচক প্রভাব দেখছি না: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬, ০৪:৩৩ দুপুর
ছবি: সংগৃহিত
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আইপিএল ইস্যু ঘিরে আলোচনার মধ্যেও দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে দাবি তাঁর।
রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
শেখ বশিরউদ্দিন বলেন, ‘আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছি না। ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ উদার বাণিজ্যনীতিতে বিশ্বাস করে। ‘পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ দেশভিত্তিক কোনো দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়ার পথে আমরা হাঁটি না।’
ভারতের সঙ্গে গৃহীত বিভিন্ন ট্রেড মেজারস প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, সেগুলোর কোনো প্রভাব পড়েছে কি না, সরকার তা পর্যবেক্ষণ করছে।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন রাজনৈতিক বা অন্যান্য ঘটনার প্রভাব সাধারণত দ্বিপাক্ষিক বাণিজ্যে তেমন পড়ে না। তবে তিনি উল্লেখ করেন, গত মে মাসে ভারত একাধিক স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি কমে যায়। ‘তারপরও আমরা এ বিষয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেইনি,’ বলেন তিনি।
ভারতে পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে বাণিজ্য সচিব জানান, এটি নেওয়া হয়েছে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখতে। ‘অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের বাণিজ্য নীতিমালা মূলত দেশের অভ্যন্তরীণ বাজার ও অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখেই প্রণয়ন করা হয়। ‘অন্য কোনো দেশের ক্ষতি হয়—এমন উদ্দেশ্যে কখনো নীতি গ্রহণ করা হয় না।’
বাংলাধারা/এসআর
