ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বলিউডে অমিতাভ, শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার স্বপ্ন উইল স্মিথের

বিনোদন প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৬, ০৯:৩৮ সকাল  

ফাইল ছবি

হলিউডে দীর্ঘদিনের সাফল্যের পর এবার বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। অভিনয় ও সংগীতে বিশ্বজুড়ে জনপ্রিয় এই মার্কিন তারকা জানিয়েছেন, ভারতের চলচ্চিত্র জগতে কাজ করার ইচ্ছা তার অনেক দিনের। বিশেষ করে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে একসঙ্গে পর্দা ভাগাভাগি করার স্বপ্ন দেখছেন তিনি।

সম্প্রতি দুবাইয়ে আয়োজিত নিজের নতুন প্রজেক্ট ‘পোল টু পোল উইথ উইল স্মিথ’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্মিথ। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি জানান বলিউডে কাজ করার বিষয়ে এরই মধ্যে কিছু প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

উইল স্মিথ বলেন, বর্তমানে অনেক ভারতীয় অভিনেতা হলিউডে নিয়মিত কাজ করছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রভাব ফেলছেন। কিন্তু পশ্চিমা শিল্পীদের বলিউডে তেমন দেখা যায় না। তিনি চান, এই চর্চায় পরিবর্তন আসুক এবং দুই ইন্ডাস্ট্রির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠুক।

অভিনয়ের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে স্মিথ জানান, সালমান খানের সঙ্গে তার আগে থেকেই যোগাযোগ রয়েছে এবং দুজনের মধ্যে কাজ নিয়ে আলোচনা হয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গেও একসময় একটি প্রজেক্ট নিয়ে কথা হয়েছিল, যদিও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে এতে নিরাশ নন এই অভিনেতা। এবার তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় আছেন। হাস্যরসের ছলে সরাসরি শাহরুখকে উদ্দেশ করে তিনি বলেন, কী খবর।

গত কয়েক বছরে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও প্রয়াত ইরফান খানের মতো ভারতীয় তারকারা হলিউডে কাজ করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার যদি উইল স্মিথ বলিউডে অভিষেক করেন, তাহলে তা দুই দেশের সিনেমা জগতের জন্যই উল্লেখযোগ্য ঘটনা হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে সম্প্রতি কিছু বিতর্ক ও আইনি জটিলতার মধ্য দিয়ে গেছেন উইল স্মিথ। সেই প্রেক্ষাপটে বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশকে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকেই। বিনোদন অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে এক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সত্যিই কি খুব শিগগিরই বলিউডের পর্দায় দেখা যাবে উইল স্মিথকে।


বাংলাধারা/এসআর