ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

গুঞ্জন থামিয়ে শুভ পরিণয়: কাল বিয়ে করছেন জেফার ও রাফসান

বিনোদন প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ১৪, ২০২৬, ১১:৪৬ দুপুর  

ছবি: সংগৃহিত

দীর্ঘদিনের গুঞ্জন ও নীরবতার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে আলোচিত এই জুটির বিয়ে অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের আড়ালে থাকতে চাওয়া এই দুজনের সম্পর্ক এবার আনুষ্ঠানিক রূপ পাচ্ছে।

প্রায় এক বছর ধরে জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষা চলছিল। তবে এ বিষয়ে প্রকাশ্যে কখনোই স্পষ্ট কোনো মন্তব্য করেননি তারা। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনতে অনাগ্রহী ছিলেন বলেই হয়তো এতদিন নীরব ছিলেন এই কণ্ঠশিল্পী ও জনপ্রিয় উপস্থাপক। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

উভয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পী ও ঘনিষ্ঠ বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে কাছের মানুষদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। যদিও বিয়ের বিষয়ে জানতে চাইলে কণ্ঠশিল্পী জেফার রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জেফার ও রাফসানের বন্ধুত্ব বহুদিনের। সেই বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে জানাশোনা ও ঘনিষ্ঠতা। সময়ের সঙ্গে সেই সম্পর্কই বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়। রাফসানের ব্যক্তিগত জীবনের পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দুজনকে নিয়ে আলোচনা আরও জোরালো হয়। পরবর্তী সময়ে দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে একসঙ্গে তাদের দেখা যাওয়ায় গুঞ্জন আরও ছড়ায়।

গেল বছরের মাঝামাঝি থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যাওয়ার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলের একটি ফুডশপে তোলা সেই ছবিগুলো তখন বেশ আলোড়ন তোলে। সে সময় এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জেফার স্পষ্ট করে জানান, চলমান গুঞ্জন নিয়ে তার কিছু বলার নেই।

ওই সাক্ষাৎকারে জেফার আরও বলেছিলেন, বিয়ে না করলেও মানুষ তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও সিদ্ধান্ত নিয়ে নানা মন্তব্য করে থাকে। তাই এসব বিষয়ে তিনি আর কোনো ব্যাখ্যা দিতে চান না। ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে তিনি আগ্রহী নন বলেও মন্তব্য করেছিলেন।

সব জল্পনা, নীরবতা ও অপেক্ষার পর অবশেষে জেফার রহমান ও রাফসান সাবাবের শুভ পরিণয়ের মধ্য দিয়ে সেই গুঞ্জনের পরিসমাপ্তি ঘটছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তাদের নতুন জীবনের পথচলা।


বাংলাধারা/এসআর