ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চার বছর পর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের ঘোষণা বিটিএসের

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২৬, ০২:৫৬ দুপুর  

ছবি: সংগৃহিত

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে আবারও একসঙ্গে ফিরেছে বিশ্বের জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। আর এম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা- সাতজনের এই পুনর্মিলন শুধু একটি ব্যান্ডের প্রত্যাবর্তন নয়; বরং কোটি কোটি ভক্তের আবেগ, স্মৃতি আর অপেক্ষার এক ঐতিহাসিক মুহূর্ত।

ফিরেই স্পষ্ট বার্তা দিয়েছে বিটিএস- এটা কেবল ফেরা নয়, এটি এক নতুন অধ্যায়ের শুরু। নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণ সংগীত সফরের ঘোষণা দিয়ে তারা সেই কথাই প্রমাণ করেছে। নতুন বছরের শুরুতেই জানানো হয়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো বিশাল বিশ্ব সফরের পূর্ণ সূচি।

আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়া থেকেই শুরু হবে বিটিএসের এই বিশ্বভ্রমণ। নিজ দেশের মাটিতে, নিজ দর্শকের সামনে- গয়াং শহরে ৯, ১১ ও ১২ এপ্রিল টানা তিনটি কনসার্টের মধ্য দিয়ে যাত্রার সূচনা করবে তারা। দীর্ঘদিন পর ঘরের মঞ্চে এই প্রত্যাবর্তন যে কতটা আবেগঘন, তা ভক্তদের উচ্ছ্বাসেই স্পষ্ট।

গয়াংয়ের কনসার্ট শেষে বিটিএস যাবে জাপানের টোকিওতে। সেখান থেকেই শুরু হবে সফরের আন্তর্জাতিক অধ্যায়। এরপর এপ্রিলের শেষ থেকে মে মাসজুড়ে উত্তর আমেরিকায় ঝড় তুলবে তারা। ২৭ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে মোট ১২টি কনসার্ট করবে বিটিএস- যে অঞ্চলটি বরাবরই তাদের অন্যতম শক্তিশালী ফ্যানবেজের কেন্দ্র।

উত্তর আমেরিকা পর্ব শেষে জুনের মাঝামাঝি আবার দেশে ফেরা। ১২ ও ১৩ জুন দক্ষিণ কোরিয়ার বুসানে দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে ইউরোপ সফর। জুন ও জুলাই মাসজুড়ে মাদ্রিদ, ব্রাসেলস, লন্ডন, মিউনিখ ও প্যারিসের মতো ঐতিহাসিক শহরগুলোতে গাইবে বিটিএস। ইউরোপের মঞ্চে আধুনিক কে-পপের এই ঢেউ নতুন করে রঙ ছড়াবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।

অক্টোবর মাসে বিটিএস পা রাখবে লাতিন আমেরিকায়। কলম্বিয়া, পেরু, চিলি, আর্জেন্টিনা ও ব্রাজিলে একের পর এক কনসার্ট করবে তারা। এই অঞ্চলটি বিটিএসের সবচেয়ে উচ্ছ্বসিত ও আবেগী ভক্তদের অন্যতম ঘর হিসেবেই পরিচিত।

এরপর আগস্টে আবার যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন করবে ব্যান্ডটি। এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়াম। সেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর- টানা চারটি কনসার্টের মাধ্যমে সফরের একটি বড় অধ্যায় শেষ হবে। চার রাত ধরে গান, আলো ও স্মৃতিতে ভরে উঠবে স্টেডিয়াম।

তবে এখানেই শেষ নয়। ২০২৬ সালের শেষ ভাগ ও ২০২৭ সালের শুরুতে বিটিএস ব্যস্ত থাকবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কনসার্টে। সূচি অনুযায়ী, তাইওয়ানের কাওশিয়ুং, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, জাকার্তা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি এবং হংকংয়ে কনসার্ট করবে তারা। সবশেষে ২০২৭ সালের ১৪ মার্চ ফিলিপাইনের ম্যানিলায় কনসার্টের মাধ্যমে শেষ হবে এই দীর্ঘ বিশ্বভ্রমণ।

প্রকাশিত সূচির বাইরেও জাপান ও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশকে সফরে যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে বিটিএস কর্তৃপক্ষ।

প্রযোজনার দিক থেকেও এবারের ট্যুরে থাকছে নতুনত্ব। কনসার্টগুলোতে ব্যবহার করা হবে ৩৬০ ডিগ্রি ‘ইন-দ্য-রাউন্ড’ মঞ্চব্যবস্থা, যেখানে দর্শকরা চারদিক থেকে মঞ্চ ঘিরে উপভোগ করতে পারবেন পারফরম্যান্স। এতে একদিকে যেমন দর্শকদের অভিজ্ঞতা হবে আরও ঘনিষ্ঠ, অন্যদিকে ভেন্যুর ধারণক্ষমতাও সর্বোচ্চভাবে ব্যবহার করা যাবে।

বিটিএস আর্মি ফ্যান ক্লাবের সদস্যদের জন্য প্রি-সেল টিকিট বিক্রি শুরু হবে ২২ জানুয়ারি। সাধারণ দর্শকদের জন্য টিকিট পাওয়া যাবে ২৪ জানুয়ারি থেকে।

চার বছরের অপেক্ষা শেষে বিটিএসের এই প্রত্যাবর্তন যে বৈশ্বিক সংগীত অঙ্গনে আবারও নতুন ইতিহাস লিখতে যাচ্ছে- তা বলাই বাহুল্য।

 

বাংলাধারা/এসআর