ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

টসের সময় করমর্দন এড়ালেন ভারত-বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়করা

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২৬, ০৩:০১ দুপুর  

ছবি: সংগৃহিত

বুলাওয়েতে চলমান অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত ও বাংলাদেশের ম্যাচের আগে টসকে ঘিরে তৈরি হয়েছে অস্বাভাবিক এক মুহূর্ত। ঐতিহ্যগত করমর্দন ছাড়াই টস সম্পন্ন করেন দুই দলের অধিনায়করা। ক্রিকেট মাঠে বিরল এই দৃশ্য মুহূর্তেই আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে টস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসের সময় উপস্থিত থাকলেও টস করতে এগিয়ে আসেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। টস জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। বুলাওয়ের উইকেটে আর্দ্রতা থাকায় শুরুর দিকে বোলাররা সুবিধা পাবেন- এই বিবেচনাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে প্রথমে ব্যাট করতে নামে ভারত।

টস-পরবর্তী আনুষ্ঠানিক আলোচনায় পিচের অবস্থা ও ম্যাচ কৌশল নিয়ে দুই অধিনায়ক স্বাভাবিক কথাবার্তা বললেও করমর্দনের অনুপস্থিতি সবার নজর কাড়ে। ক্রিকেটীয় সৌজন্যের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতির ব্যত্যয় মাঠের বাইরের উত্তেজনার প্রতিফলন বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক।

সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট প্রশাসনের মধ্যে একাধিক ইস্যুতে মতবিরোধ দেখা গেছে। আইপিএল-সংক্রান্ত আলোচনা, নিরাপত্তা বিষয়ক উদ্বেগ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ- এসব প্রসঙ্গ ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ককে কিছুটা হলেও চাপে রেখেছে বলে বিশ্লেষকদের অভিমত। টসের সময়ের ঘটনাটি সেই টানাপোড়েনের প্রতিচ্ছবি হতে পারে বলেও আলোচনা চলছে।

টসের পর বাংলাদেশ সহ-অধিনায়ক জাওয়াদ আবরার বলেন, উইকেট কিছুটা স্যাঁতসেঁতে। প্রথম ১০-১৫ ওভারে বোলাররা বাড়তি সুবিধা পাবে বলেই আমরা আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল হিসেবে আমাদের প্রস্তুতি ভালো, আজ একাদশে দুইজন অলরাউন্ডার রয়েছে।

অন্যদিকে ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে বলেন, আমরাও টস জিতলে আগে বোলিংই নিতাম। তবে এখন ব্যাটিং করেও ভালো স্কোর গড়া সম্ভব। দলে কোনো পরিবর্তন নেই।

ম্যাচটি তাই কেবল অনূর্ধ্ব-১৯ পর্যায়ের একটি লড়াই নয়, বরং মাঠের বাইরের সম্পর্ক ও বাস্তবতার প্রতিফলন হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে।

 

বাংলাধারা/এসআর