কোচিং নয়, অবসরের পর ক্লাবের মালিক হতে চান মেসি
প্রকাশিত: জানুয়ারী ০৮, ২০২৬, ১২:১২ দুপুর
ছবি: সংগৃহিত
লিওনেল মেসির ক্যারিয়ার এখন শেষ অধ্যায়ের পথে। তাই ফুটবল ছাড়ার পর তিনি কোন পথে হাঁটবেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলও তুঙ্গে। অনেকেই ভাবেন, একদিন হয়তো ডাগআউটে দাঁড়িয়ে দল পরিচালনা করবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে সেই জল্পনায় এবার নিজেই ইতি টানলেন মেসি। জানালেন, কোচিং নয়, অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চান ক্লাবের মালিক হিসেবে।
সম্প্রতি ‘লুজু টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা খোলামেলা ভাবে তুলে ধরেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। কোচিং পেশায় তার আগ্রহ নেই, এমন কথা তিনি আগেও বলেছেন। এবার সেটি আরও পরিষ্কার করে দিলেন।
মেসির ভাষায়, ‘আমি নিজেকে কখনো কোচ হিসেবে কল্পনা করি না। ম্যানেজার হওয়া আকর্ষণীয় হতে পারে, কিন্তু আমি ক্লাবের মালিক হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’
নিজের স্বপ্নের ক্লাব নিয়েও কথা বলেন মেসি। তিনি জানান, অবসরের পর একটি ক্লাব কিনে সেটিকে একেবারে নিচের স্তর থেকে গড়ে তুলতে চান। তার লক্ষ্য হবে তরুণ ফুটবলারদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের প্রতিভা মেলে ধরতে পারবে। মেসির কথায়, ফুটবলের সঙ্গে যুক্ত থাকলে তিনি ঠিক এইভাবেই থাকতে চান।
তবে আপাতত অবসর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। সম্প্রতি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই ক্লাবের জার্সিতেই মাঠ মাতাবেন বিশ্বকাপজয়ী এই সুপারস্টার।
বাংলাধারা/এসআর
