আবারও সাত কলেজের অবরোধে অচল রাজধানী, তীব্র যানজট ও ভোগান্তি
প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৬, ১১:০৫ দুপুর
ছবি: সংগৃহিত
রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ দ্রুত চূড়ান্ত করার দাবিতে ফের সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে রাখেন তারা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় তীব্র যানজট তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। একই সময়ে মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়েও অবরোধ শুরু হয়।
শিক্ষার্থীদের অবরোধে মিরপুর রোডসহ আশপাশের প্রধান সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রীদের অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনও পড়েছে বিপাকে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সাত কলেজকে নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে। তাদের ভাষ্য, এটি কর্তৃপক্ষের টালবাহানা ছাড়া কিছু নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবি, আজ উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হালনাগাদ অধ্যাদেশ খসড়া অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নীতিগত সম্মতি ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুততম সময়ের মধ্যে এটি উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়।
এর আগে বুধবারও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেদিন দুপুরে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় একাধিক দফা সড়ক অবরোধ হয়। এছাড়া তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য সড়ক অবরোধ করেন।
বুধবারের কর্মসূচিতে বিকেল সাড়ে ৩টার দিকে টেকনিক্যাল মোড় এবং সোয়া ৩টার দিকে তাঁতীবাজার মোড় থেকে শিক্ষার্থীরা সরে যান। সায়েন্সল্যাব মোড়ের অবরোধ উঠে যায় সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে।
বাংলাধারা/এসআর
