ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাচ্ছে না আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৬, ১২:২৮ দুপুর  

ছবি: সংগৃহিত

নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছুক অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ম্যাচ ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই প্রস্তাবে রাজি নয় আয়ারল্যান্ড ক্রিকেট।

বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে বিসিবি গ্রুপ বদলের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। তারা জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি ও গ্রুপ বিন্যাস অনুযায়ীই বিশ্বকাপ খেলতে চায় তারা।

ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে—এ বিষয়ে তারা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছেন। তিনি জানান, গ্রুপ পর্বের সব ম্যাচই তারা শ্রীলঙ্কায় খেলবেন।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে তাদের সঙ্গে আছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ খেলছে গ্রুপ বিতে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ভারতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের জন্য বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দেয় বিসিবি। শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আনা হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড- কোনো পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়নি।

ফলে নির্ধারিত সূচি ও গ্রুপ বিন্যাস অপরিবর্তিত থাকছে বলেই এখন পর্যন্ত স্পষ্ট ইঙ্গিত মিলছে।


বাংলাধারা/এসআর