ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

টি২০ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আজ আইসিসি-বিসিসিআই বৈঠক

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬, ১২:৪০ দুপুর  

ফাইল ছবি

আসন্ন টি২০ বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিজেদের অবস্থান স্পষ্ট করে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই চিঠির জবাব এখনো হাতে পায়নি বোর্ড। তবু অচিরেই উত্তর আসবে বলে আশাবাদী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে তাঁর দাবি, সব অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ বিশ্বকাপে ভালোই খেলবে।

শনিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, আইসিসিকে পাঠানো দ্বিতীয় চিঠির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমরা মেইলে যা যা প্রয়োজন, সব তথ্য ও সংযুক্তি পাঠিয়েছি। এখন আইসিসির উত্তরের অপেক্ষায় আছি।’

এই সংবাদ সম্মেলনের আগেই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির গ্রহণযোগ্য সমাধান খুঁজতে আজ রোববার টি২০ বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথম চিঠিতে বাংলাদেশ জানিয়ে দেয়, তারা ভারতে খেলতে চায় না। দ্বিতীয় চিঠিতে বিসিবি আরও স্পষ্ট করে জানিয়েছে, বিষয়টি এখন শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে দেশের মর্যাদার প্রশ্ন জড়িয়ে গেছে। এ কারণে সমস্যার সমাধান জয় শাহর জন্য সহজ হবে না বলেও মন্তব্য করা হয়েছে। তবে একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সমীকরণ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে বিসিসিআইয়ের শীর্ষ কর্তা হিসেবে নয়, বরং আইসিসির নিরপেক্ষ প্রশাসক হিসেবেই জয় শাহকে এই জট খুলতে হবে।

সংবাদ সম্মেলনে আইসিসির সাড়া না পাওয়া প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা এখনো কোনো উত্তর পাইনি। তবে তারা অত্যন্ত পেশাদার একটি সংস্থা। সাধারণত নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কথা বলে না।’ দ্রুত উত্তর আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষায়, ‘আজ ও কাল দুবাইয়ে ছুটি থাকায় হয়তো সোম বা মঙ্গলবারের দিকে কিছু জানতে পারি।’

এদিকে আইসিসি ইতোমধ্যে বিসিবির নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান বিসিবি সভাপতি। গুঞ্জন রয়েছে, কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। তবে এ সম্ভাবনা নাকচ করে দেন আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু পরিবর্তনের কথা আসলে কোনো সমাধান নয়। এই বিষয়ে আমরা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে, আর আমরা যে অবস্থানে ছিলাম, সেখানেই আছি।’

সব অনিশ্চয়তার মধ্যেও আসন্ন টি২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি। তাঁর বিশ্বাস, আইসিসি পরিস্থিতির গুরুত্ব বুঝে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে। একই সঙ্গে প্রস্তুতির দিকেও নজর দিচ্ছে বিসিবি। আমিনুল ইসলাম বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে দল নির্বাচন, সেটা ইতোমধ্যেই হয়ে গেছে।’

বাংলাদেশ দলের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এখন বড় দল। গত ১০ বছরে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স—সব মিলিয়ে এই বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করবে বলেই আমি বিশ্বাস করি।’


বাংলাধারা/এসআর