ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত অন্তত ১০

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২৬, ০১:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) এবং ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাশ (২৮)। মজিবুর রহমান শরীয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানিয়েছে।


বাংলাধারা/এসআর