এনআইডি জালিয়াতি ও গোপন তথ্য বিক্রির অভিযোগে দুজন গ্রেপ্তার
প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৬, ০১:১১ দুপুর
ফাইল ছবি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি এবং নাগরিকদের ব্যক্তিগত ও গোপন তথ্য বিক্রির মাধ্যমে মাসে কোটি টাকার বেশি অবৈধ আয় করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারদের মধ্যে নির্বাচন কমিশনের একজন কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী রয়েছেন।
সিআইডি জানায়, অভিযুক্তরা এনআইডি সংক্রান্ত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন পক্ষের কাছে বিক্রি করতেন। এসব কার্যক্রমের মাধ্যমে তারা নিয়মিতভাবে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।
সিআইডি জানিয়েছে, ব্রিফিংয়ে গ্রেপ্তার প্রক্রিয়া, জালিয়াতির ধরন এবং তথ্য পাচারের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
বাংলাধারা/এসআর
