শ্রমিকদের ওপর গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ নব্য ফ্যাসিবাদী আচরনের বহিঃপ্রকাশ : ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০১:১৯ দুপুর

ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর মঙ্গলবার ২৫ মার্চ পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা সংবাদপত্রে এক যুক্ত বিবৃতি প্রদান করেন।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা'র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভুইয়া, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান গণমাধ্যমে দেয়া এক বিবৃতি প্রদান করেন।
মালিক-সরকারের অমানবিক আচরণের অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, গতকাল ২৪ মার্চ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে স্টাইল ক্র্যাফট গার্মেন্টসের শ্রমিক রামপ্রসাদ সিংহ হার্ট অ্যাটাকে মারা গেছেন। আর আজকে শ্রমিকদের উপর লাঠিচার্জ গ্যাস নিক্ষেপ ও গ্রেফতার করা হয়েছে। এর চেয়ে অমানবিক ও বর্বরতা আর কি হতে পারে? এই মৃত্যুর দায় মালিকতো বটেই, সরকারকেও বহন করতে হবে।
নেতৃবৃন্দ, নিহত শ্রমিকের ক্ষতিপূরণসহ অবিলম্বে ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-বকেয়া পরিশোধ ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দীলিপ রায়সহ শ্রমিকদের উপর হামলাকারীদের বিচারের দাবি করেন। একই সাথে, এই বিষয়ে সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালনের জোর দাবি করেন।