শৈত্যপ্রবাহ নিয়ে ফের সতর্কবার্তা, কমতে পারে তাপমাত্রা
প্রকাশিত: জানুয়ারী ১৩, ২০২৬, ০৬:৪৯ বিকাল
ছবি: সংগৃহিত
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে, এমন দুঃসংবাদই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তরাঞ্চলের তিন জেলায় চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে প্রকাশিত আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা ভোরের দিকে সড়ক ও নৌপথে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।
এদিকে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসেও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। ওই সময়ের মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে এবং শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও কুয়াশার প্রবণতা থাকতে পারে।
এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রার খবরও মিলেছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে শীতের তীব্রতার ইঙ্গিত দিচ্ছে।
বাংলাধারা/এসআর
