ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রথম বিয়ে আমাকে নিজের মূল্য বুঝিয়েছে: শেফালী শাহ

বিনোদন প্রতিবেদক

 প্রকাশিত: জানুয়ারী ০৮, ২০২৬, ১২:০৯ দুপুর  

ছবি: সংগৃহিত

রূপালি পর্দায় তারকাদের জীবন যতটা ঝকঝকে ও পরিপাটি মনে হয়, বাস্তবতা অনেক সময় তার ঠিক উল্টো। লাইট-ক্যামেরার বাইরে সম্পর্ক, সিদ্ধান্ত আর ভাঙনের গল্পগুলো থাকে গভীরভাবে ব্যক্তিগত। এমনই এক অভিজ্ঞতার কথা সম্প্রতি অকপটে তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী শেফালী শাহ।

প্রথম জীবনে অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে সংসার বাঁধেন শেফালী। তবে সেই সম্পর্কে নিজেকে হারিয়ে ফেলছিলেন বলে স্বীকার করেছেন তিনি। নিজের সুখ ও আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত সেই বিয়ে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। পরে ২০০০ সালে পরিচালক বিপুল শাহকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই ছেলে রয়েছে।

জুম-এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালী বলেন, প্রথম বিয়ের ভাঙনই তাকে নতুন করে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। তার ভাষায়, জীবনের একেবারে ভেঙে পড়া মুহূর্তেই তিনি উপলব্ধি করেন, নিজের অস্তিত্বের জন্য অন্য কারও স্বীকৃতি অপরিহার্য নয়।

তিনি বলেন, ‘কেউ আমাকে কখনো বলেনি যে তুমি নিজেই যথেষ্ট। জীবনে চলার জন্য স্বামী, বন্ধু বা পরিবারের কাউকে না থাকলেও মানুষ সম্পূর্ণ হতে পারে। ভালো সম্পর্ক থাকলে তা অবশ্যই সুন্দর, কিন্তু না থাকলেই যে তুমি মূল্যহীন, বিষয়টা এমন নয়।’

প্রথম বিয়ের সময়কার মানসিক টানাপোড়েনের কথা বলতে গিয়ে শেফালী জানান, এক ঘনিষ্ঠ বন্ধুর প্রশ্ন তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। বন্ধুটি জানতে চেয়েছিলেন, ভবিষ্যতে আর কখনো ভালোবাসা না পেলেও তিনি কি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার ঝুঁকি নেবেন। শেফালীর জবাব ছিল পরিষ্কার- তিনি তবুও ঝুঁকি নেবেন। কারণ এমন কোনো সম্পর্কে থাকা সম্ভব নয়, যেখানে আনন্দ নেই, আত্মবিশ্বাস নেই, কিংবা নিজেকে মূল্যবান মনে হয় না।

তিনি আরও বলেন, নিজের মূল্য বুঝে নেওয়ার পরই তিনি ঘর ছেড়ে বেরিয়ে আসেন এবং প্রথমবার একা থাকার সিদ্ধান্ত নেন। তখনই বুঝতে পারেন, সবাইকে খুশি করা সম্ভব নয়। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি তো আর পিৎজা নই যে সবাই আমাকে পছন্দ করবে।’

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে শক্ত অবস্থান গড়ে তোলা শেফালী শাহ আবারও প্রমাণ করছেন, বয়স বা সময় নয়, বরং অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসই একজন অভিনেত্রীকে প্রভাবশালী করে তোলে। এই প্রজন্মের দর্শকের কাছেও তিনি নতুন করে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পাচ্ছেন। সূত্র: এনডিটিভি


বাংলাধারা/এসআর