ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

অতিরিক্ত মাউথওয়াশে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১১:০২ দুপুর  

ছবি: সংগৃহিত

প্রতিদিন মাউথওয়াশ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ জানাল সাম্প্রতিক একটি গবেষণা। এতে দেখা গেছে, মাউথওয়াশের অতিরিক্ত ব্যবহার মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মুখ সতেজ রাখতে প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিই বেশি নিরাপদ।

গবেষণায় বলা হয়েছে, মাউথওয়াশে থাকা ইথানল নামের উপাদান মুখের ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটালডিহাইড তৈরি করে। এই যৌগকে ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফ্রন্টিয়ার্স রিসার্চ ফাউন্ডেশন-এ প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যাসিটালডিহাইড আসলে একটি বিষাক্ত পদার্থ এবং এর মাত্রা বেড়ে গেলে তা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

অ্যালকোহলযুক্ত মাউথওয়াশের আরেকটি বড় সমস্যা হলো এটি মুখের উপকারী ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে দেয়। অথচ এই ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেনকে নাইট্রিক অক্সাইডে রূপান্তর করে, যা হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী। ফলে প্রতিদিন মাউথওয়াশ ব্যবহার করা দীর্ঘমেয়াদে শুধু মুখের ক্ষতি নয়, বরং সার্বিক স্বাস্থ্যের জন্যও হুমকি হতে পারে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্রতিদিনের মুখের যত্নে মাউথওয়াশের বদলে ঘরোয়া বিকল্প ব্যবহার করা ভালো। লবণ পানি দিয়ে কুলি করা, পানিতে বেকিং সোডা মিশিয়ে ধোয়া, পাতলা হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার বা নারকেল তেল দিয়ে কুলকুচি করার মতো সহজ উপায় মুখের দুর্গন্ধ দূর করে, ব্যাকটেরিয়া কমায় এবং দাঁতের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

চিকিৎসকরা মনে করেন, প্রতিদিন মাউথওয়াশ ব্যবহার করার অভ্যাস ঝুঁকিপূর্ণ। এর বদলে প্রাকৃতিক ও নিরাপদ বিকল্প ব্যবহার করাই দীর্ঘমেয়াদে কার্যকর ও স্বাস্থ্যসম্মত সমাধান।

বাংলাধারা/এসআর