ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বিএনপির জন্য বুলেটপ্রুফ গাড়ি ও অস্ত্র লাইসেন্সের আবেদন অনুমোদন প্রক্রিয়ায়

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৪৬ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপির জন্য দুটি নতুন বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন দিয়েছে সরকার। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিশেষ নকশার একটি বুলেটপ্রুফ মিনিবাস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ জিপ আনা হচ্ছে। গাড়িগুলো জাপান থেকে আমদানি করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সরকারের অনুমোদন পাওয়ার পর বিএনপি এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছে। একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্স চেয়ে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। বিষয়টি এখনো বিবেচনাধীন রয়েছে।

মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রায় পাঁচ মাস আগে তারেক রহমানের গাড়ির বিষয়ে নথি পাঠানো হয়েছিল এবং স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদনের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি খালেদা জিয়ার গাড়ির জন্যও আবেদন আসে এবং সেটিরও অনুমতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্র বলছে, নির্বাসিত জীবনের দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তবে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে তার ফেরার সময়সূচি নির্ধারণ হতে পারে।

সরকারি পর্যায় থেকে বলা হয়েছে, তারেক রহমান দেশে ফিরলে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। খালেদা জিয়ার ফেরার সময় যেভাবে নিরাপত্তা দেওয়া হয়েছিল, এবারও বিএনপির চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইতিমধ্যে একটি বিশেষ টিম (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স-সিএসএফ) রয়েছে, যেখানে ১০ জন সদস্য কাজ করেন। তবে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর মনে করেন, এই বাহিনীর সক্ষমতা যথেষ্ট নয়। তিনি বলেন, “তারেক রহমান দেশে ফিরলে তাকে শুধু বাসায় বসে থাকতে হবে না, সারা দেশ ঘুরে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। বাংলাদেশের ভিড় ও যানজটপূর্ণ পরিবেশে নিরাপত্তা দিতে হলে নিশ্ছিদ্র ব্যবস্থা নিতে হবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক বা জাতিসংঘের প্রতিনিধি ছাড়া অন্য কারো জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন দেওয়া হয় না। রাজনৈতিক দলের জন্য এমন অনুমোদন অতীতে খুব কমই দেওয়া হয়েছে।

বুলেটপ্রুফ গাড়ি সাধারণত জাপান, কানাডা ও জার্মানিতে তৈরি হয়। এর দাম গড়ে ২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশে আনতে ৮০০ শতাংশ শুল্ক যোগ হলে খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।

এই প্রেক্ষাপটে বিএনপির জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমোদনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সামনে জাতীয় নির্বাচন ঘিরে তারেক রহমানের দেশে ফেরা এবং তাঁর নিরাপত্তা এখন রাজনীতির আলোচনায় বড় ইস্যু হয়ে উঠেছে।

বাংলাধারা/এসআর