ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নিউইয়র্কে ইউনূস-মেলোনি বৈঠক: আলোচনায় ব্যবসা ও অভিবাসন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৩৭ দুপুর  

ছবি: সংগৃহিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে ইতালি-বাংলাদেশ বিজনেস ফোরামকে ঘিরে সহযোগিতা এবং নিরাপদ অভিবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মেলোনি চলতি বছরের ডিসেম্বরে ঢাকা সফরের পরিকল্পনার কথাও জানান।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও বৈঠক করেন।

এদিকে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতি’ বিষয়ক দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন ড. ইউনূস। সেখানে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে কার্যকর অর্থায়নের আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বব্যাপী বছরে প্রায় চার ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঘাটতি রয়েছে, যা পূরণ করা কঠিন হলেও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ঘাটতি পূরণ অপরিহার্য।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যেখানে মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং কেউ পিছিয়ে থাকবে না। তার মতে, একজন নারী উদ্যোক্তার ব্যবসা শুরু করার সুযোগ পাওয়া, তরুণ প্রজন্মের হাতে সৌরশক্তি ও প্রযুক্তির ব্যবহার পৌঁছে দেওয়া, কিংবা বস্তিবাসী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার আওতায় আনা,এসব পরিবর্তনই টেকসই উন্নয়নের বাস্তব রূপ।

তিনি আর্থিক অন্তর্ভুক্তি ও সম্পদের ন্যায্য প্রবেশাধিকারকে ন্যায়বিচারের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে করব্যবস্থা স্বচ্ছ করা, অবৈধ অর্থপ্রবাহ রোধ করা, উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বরকে শক্তিশালী করা এবং সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু-সহনশীল কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ড. ইউনূস আরও বলেন, সম্প্রতি সেভিলে গৃহীত অঙ্গীকার বিশ্ব অর্থনৈতিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাধারা/এসআর