ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দায়িত্ব পালনে বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা পরিষদ

নিউজ ডেস্ক

 প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৬:১৪ বিকাল  

ছবি: পিআইডি

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে অনুষ্ঠিত এক অনির্ধারিত বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্পষ্ট করে জানিয়েছে- সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালনে যদি অযৌক্তিক বাধা সৃষ্টি করা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শনিবার (২৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অন্তর্বর্তী সরকারের তিনটি মূল দায়িত্ব- নির্বাচন, বিচার ও সংস্কার-নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়,  এই তিনটি দায়িত্ব পালনে বিভিন্ন মহল থেকে অহেতুক দাবি-দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও এখতিয়ার বহির্ভূত কর্মসূচির মাধ্যমে স্বাভাবিক প্রশাসনিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি ও সন্দেহের জন্ম দিচ্ছে।”

বৈঠকে উপদেষ্টারা মনে করেন, দেশে স্থিতিশীলতা রক্ষা এবং দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক চর্চার জন্য একটি বিস্তৃত জাতীয় ঐক্য অপরিহার্য। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনা হবে এবং সরকারের অবস্থান জনসমক্ষে আরও স্পষ্টভাবে উপস্থাপন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, শত প্রতিকূলতার মধ্যেও অন্তর্বর্তী সরকার কোনো গোষ্ঠীর স্বার্থে নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে যদি দেশে বা বিদেশে পরাজিত কোনো শক্তির ইন্ধনে সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন অসম্ভব হয়ে পড়ে, তবে সরকার তা খোলাখুলিভাবে জাতির সামনে তুলে ধরে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।”

সরকার মনে করে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা গড়ে উঠেছে, অন্তর্বর্তী সরকার সেই প্রত্যাশার প্রতিফলন। কিন্তু যারা সরকারের স্বকীয়তা, ন্যায়বিচার, সংস্কার ও অবাধ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে, তারা দেশকে আবারো অনিশ্চয়তা ও স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে।

“সরকার কারও চাপে সিদ্ধান্ত নেবে না। বরং জনগণকে সঙ্গে নিয়ে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেকোনো প্রয়োজনে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।” -বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, এই বিবৃতি কেবল রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সতর্কবার্তা নয়, একইসাথে দেশের জনগণের প্রতি একটি আস্থার বার্তাও। অন্তর্বর্তী সরকারের সামনে এখন মূল চ্যালেঞ্জ- বিশ্বস্ততা বজায় রেখে দায়িত্বপালন এবং গণমানুষের প্রত্যাশার প্রতি সৎ থাকা।

 

বাংলাধারা/এসআর