ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর রিফাত আহত

সুলতান আল এনাম ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

 প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৮:১৮ রাত  

ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রিফাত (১৬) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। রিফাত মৃত আলতাফ হোসেনের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিলো। অভিযোগ রয়েছে, একই পরিবারের সদস্য ওমর আলী, তার ছেলে ছাব্বির এবং আত্মীয় আহছান মিলে রিফাতকে এলোপাতাড়ি মারধর করে।

রিফাতের চাচাতো ভাই সজিব জানান, ঘটনার সময় আমি রিফাতকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এই কারণে এখন আমিই হুমকির মুখে রয়েছি। ছোট চাচা ওমর ও তার লোকজন আমাকে খুঁজে বেড়াচ্ছে এবং হত্যার হুমকি দিচ্ছে।

স্থানীয় বাসিন্দা শাকিব, আয়ুব হোসেনের ছেলে, বলেন, রিফাতের চাচাতো ভাই সাব্বির তার মাথায় আঘাত করে, যার ফলে মাথা ফেটে যায়। তবে ওমর ও সাব্বিরদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্য এক প্রতিবেশী, সোহানুর রহমান জানান, “আমি তাদের পাশেই থাকি। ঝগড়ার শব্দ শুনে ছুটে গিয়ে দেখি ওমর ও তার ছেলে সাব্বির রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। মাথায় কোপ লাগায় রিফাত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

অভিযুক্ত ওমর আলী সাংবাদিকদের বলেন, “আমি তাদের চাচা হিসেবে ছোটবেলা থেকেই ভালোবাসা দিয়ে বড় করেছি। কিন্তু এখন তারা তিন ভাই আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে যে আমি নাকি তাদের আড়াই বিঘা জমি দখল করেছি। সংঘর্ষের মূল কারণ এটিই। আমি কাউকে মারিনি। বরং তারা আমার ঘরে ঢুকে আমাকে মারধর করেছে এবং বটি দিয়ে গলায় আঘাত করার হুমকি দিয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে, ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আমি চেয়েছিলাম দু'পক্ষের মধ্যে মিমাংসা করে দিতে। যেহেতু তারা মিমাংসা করতে ইচ্ছুক নয়। তাই এখন যে পক্ষ আসবে তাদেরই মামলা নেওয়া হবে।