ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

মেধাবী ও মানবিক নেতৃত্বেই আলোকিত সমাজ সম্ভব: সংবর্ধনা অনুষ্ঠানে এস এম আকাশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৯:১৪ রাত  

সংবর্ধনা অনুষ্ঠানে মো. জানে আলম রনিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এস এম আকাশ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মেধাবী, মানবিক ও দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমেই একটি সমাজ আলোকিত হতে পারে- এমন মন্তব্য করেছেন মানবাধিকার ফাউন্ডেশনের লাইফ মেম্বার ও এটিএন নিউজের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এস এম আকাশ।

তিনি বলেন, "সমাজে যারা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তারাই একদিন সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি হবেন।"

এই উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আগ্রাবাদস্থ সৌদি বাংলা সেমিনার হলে, যেখানে আকবর শাহ থানা কমিটির সভাপতি মো. জানে আলম রনিকে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি নিউ মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো. জানে আলম রনি পুনরায় সভাপতি নির্বাচিত হন।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি। আয়োজনের মূল ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ ও মানবাধিকার সংগঠক হাজী হাবিবুল্লাহ চৌধুরী স্বপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আকাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী রাজু, সাংগঠনিক সম্পাদক ডা. মীর হোসেন মাসুম, পরিকল্পনা সম্পাদক মো. আব্দুর রউফ, আকবর শাহ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল হক চৌধুরী, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন কোম্পানি প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মো. জানে আলম রনি একজন সৎ, নিষ্ঠাবান ও সমাজবান্ধব সংগঠক। তার নেতৃত্বে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত সভাপতির প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।

 

বাংলাধারা/এসআর