পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা: নিশ্চিত করলেন পরিকল্পনা উপদেষ্টা
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০২:৪৮ দুপুর

ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের মধ্যেই পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন- প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।
শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে উপদেষ্টাদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ২০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে কেবল উপদেষ্টারাই উপস্থিত ছিলেন- কোনো সচিব, কর্মকর্তা বা সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না।
এই বৈঠক শেষেই পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের জানান, “প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। বর্তমান সংকট উত্তরণে আমরা সবাই একসঙ্গে কাজ করছি।”
এর আগে গত বৃহস্পতিবার ড. ইউনূস এক অনির্ধারিত অভ্যন্তরীণ বৈঠকে অন্য উপদেষ্টাদের কাছে পদত্যাগের ইচ্ছার ইঙ্গিত দেন। ওই বৈঠকে তিনি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও নানা পক্ষের প্রতিবন্ধকতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এমন বাস্তবতায় কার্যকরভাবে সরকার পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলেও হতাশা ব্যক্ত করেন তিনি।
এই আলোচনার খবর প্রথমে প্রকাশ্যে আসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে। তিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা নিজেই জানিয়েছেন, তিনি আর দায়িত্বে থাকতে আগ্রহী নন।”
এই খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। নাগরিক সমাজ, কূটনৈতিক মহল ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানানো হয়।
বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকর সমঝোতার অভাব, প্রশাসনে দুর্বল সমন্বয় এবং মাঠপর্যায়ের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টার দায়িত্বে থেকে সংকট মোকাবিলার ঘোষণাকে স্বস্তির বার্তা হিসেবেই দেখছে অনেকে। তবে তারা বলছেন, কেবল থেকে যাওয়াই নয়- জনগণের প্রত্যাশা পূরণে সাহসী ও কার্যকর পদক্ষেপও নিতে হবে বর্তমান সরকারকে।
বাংলাধারা/এসআর