যুক্তরাষ্ট্রে রপ্তানি নিয়ে বাংলাদেশে আশাবাদ,শুল্ক হ্রাসে সুবিধা দেখছেন বাণিজ্য উপদেষ্টা
প্রকাশিত: আগস্ট ০১, ২০২৫, ১১:২৪ দুপুর

ছবি: সংগৃহিত
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় বাংলাদেশের রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বাধা আসবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে বলা হয়, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কসংক্রান্ত তৃতীয় দফার আলোচনার পর হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বাংলাদেশের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে এই হার ছিল ৩৭ শতাংশ, যা পরে কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। এবার আলোচনার চূড়ান্ত পর্ব শেষে তা আরও কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন মনে করেন, এই হ্রাস বাংলাদেশের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। তিনি বলেন, "আমাদের প্রত্যাশা ছিল শুল্কহার আরও কমানো হবে, তবে ২০ শতাংশ হার আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সাহায্য করবে।"
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের ওপর ২৫ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, আর কম্বোডিয়া ও পাকিস্তানের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই তুলনায় বাংলাদেশ এখনও প্রতিযোগিতামূলক অবস্থানে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের পক্ষে শুল্ক আলোচনার নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। শফিকুল আলম জানান, এ আলোচনার ফলাফল বাংলাদেশের রপ্তানি খাতে স্থিতিশীলতা আনবে এবং সম্ভাব্য ক্ষতির ঝুঁকি কমাবে।
বাংলাধারা/এসআর