ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে কানাডা, সিদ্ধান্ত আসছে সেপ্টেম্বরে
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:০৬ দুপুর

ছবি: সংগৃহিত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই ঘোষণা দিতে পারে দেশটি।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় নজিরবিহীন। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন বাস্তবতায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আর বিলম্ব করার সুযোগ নেই।
তবে তিনি পরিষ্কার করেছেন, এই স্বীকৃতির কিছু পূর্বশর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হলো, আগামী বছরে হামাসকে বাদ দিয়ে ফিলিস্তিনে অবাধ নির্বাচন আয়োজন এবং ভূখণ্ডটির নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতি দেওয়া।
কার্নির এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনকে এই মুহূর্তে স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে ‘হামাসকে পুরস্কৃত করা’।
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা বা পরিকল্পনার কথা জানাল জি-৭ জোটের তৃতীয় সদস্য কানাডা। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একই ধরনের বক্তব্য দেন।
উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কানাডার সম্ভাব্য এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বাংলাধারা/এসআর