ঢাকা, শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা হবে: আইন উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৫:৪৫ বিকাল  

ছবি: সংগৃহিত

আগামী নির্বাচনের দিনক্ষণ খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে সংস্কার ও সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে।

ড. আসিফ নজরুল বলেন, "নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাধিকার প্রয়োগে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে। খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।"

২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমি একমত নই যে, সে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। বরং ২০০৮ সালের নির্বাচন ঘিরে বহু ভয়াবহ তথ্য রয়েছে, যা খুঁজলে সাংবাদিকরাও পেয়ে যাবেন।"

সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, "বর্তমান সরকার আইনি, প্রাতিষ্ঠানিক ও ডিজিটাল খাতে গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। এসব উদ্যোগ ভবিষ্যত সরকারও ধরে রাখবে বলে আমার বিশ্বাস।"

তিনি আরও জানান, রাজনৈতিক হয়রানি বন্ধে সরকার ইতোমধ্যে বড় পদক্ষেপ নিয়েছে। “আইন মন্ত্রণালয়ের সুপারিশে প্রায় ১৬ হাজার হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে লাখ লাখ রাজনৈতিক কর্মী ও স্বাধীনচেতা মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছেন,” বলেন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান সংস্কার-প্রক্রিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।

বাংলাধারা/এসআর