ঢাকা, শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু 

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০১:২২ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভের মারধরের অভিযোগ ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে অবশেষে সেই বিতর্কের অবসান ঘটেছে। পারিবারিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে বুধবার (৩০ জুলাই) সৌরভ আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলে নিয়েছেন।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সৌরভ জানান, দুই পরিবারের উপস্থিতিতে একটি মুচলেকার মাধ্যমে বিষয়টির মীমাংসা করা হয়েছে। তিনি বলেন, “বন্ধুদের মধ্যে কথার কাটাকাটি থেকেই বিষয়টা শুরু হয়েছিল। প্রথমে আমি সরি বলিনি, অভিযোগও আনুষ্ঠানিকভাবে তুলিনি। আজ পারিবারিকভাবে বসে আমরা সমস্যার সমাধান করেছি।”

তাসকিনের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করেন সৌরভ। তার ভাষায়, “তাসকিনের বাবা আমার নানা। দুই পরিবারের পুরোনো সম্পর্কের কারণেই আজকের সমঝোতা সম্ভব হয়েছে। যদি শুরুতেই বসা যেত, তাহলে হয়তো এত দূর গড়াত না।”

তবে বন্ধুত্বের জায়গাটিতে এখনো খানিকটা আঘাত অনুভব করছেন সৌরভ। তিনি বলেন, “তাসকিন আমার ছোটবেলার বন্ধু। তার বাংলাদেশ দলের জন্য অনেক কিছু দেবার আছে। তবে আমি এখনো ট্রমাটাইজড। বন্ধুত্বটা হয়তো সময় নেবে আগের জায়গায় ফিরতে।”

এদিকে সৌরভের খালা ঝুমা খান জানান, অভিযোগ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার সময় চাওয়া হয়েছিল। সেই সময়ের মধ্যেই দুই পরিবার মিলে আলোচনায় বসে বিষয়টি নিষ্পত্তি করেছেন। “আমাদের মূল উদ্দেশ্য ছিল— এমন কিছু যেন ভবিষ্যতে আর না ঘটে। সেই অঙ্গীকারেই সমঝোতা হয়েছে,” বলেন তিনি।

ঘটনার শুরু থেকেই তাসকিন অভিযোগ অস্বীকার করে আসছিলেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল, সে আমার নাম জড়িয়ে দিয়েছে। আমার সঙ্গে ওর কোনো ঝগড়াই হয়নি। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবারের ও বন্ধুর সম্মানের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।”

এই ঘটনাটি আপাতত সমাধান হলেও, বন্ধুদের মধ্যকার সম্পর্ক কতটা মেরামত হবে, সেটাই এখন দেখার বিষয়। তাসকিনের সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব, আর সৌরভের জন্য রয়ে গেলো বন্ধুত্বের একটা অপূর্ণ অধ্যায়।

বাংলাধারা/এসআর