ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

৭৪ মিলিয়ন ইউরোর চুক্তিতে আর্সেনালের নতুন অস্ত্র গিওকেরেস

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের কাছ থেকে তাকে কিনতে গানারদের খরচ হয়েছে ৭৪ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা)। পাঁচ বছরের এই চুক্তি মিকেল আর্তেতার অধীনে আর্সেনালের চতুর্থ ব্যয়বহুল ট্রান্সফার।

রবিবার রাতে নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে গিওকেরেসকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্সেনাল। পোস্টে তার চুক্তিপত্রে সইয়ের ছবি দিয়ে ক্লাবটি জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সুইডিশ আন্তর্জাতিক খেলোয়াড় ভিক্টর গিওকেরেস আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, গিওকেরেসের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে আর্সেনাল। প্রাথমিকভাবে দিতে হবে ৬৩.৫ মিলিয়ন ইউরো এবং পারফরম্যান্সের ভিত্তিতে আরও ১০ মিলিয়ন ইউরো বোনাস দেওয়া হবে।

গত মৌসুমে স্পোর্টিংয়ের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করেছিলেন গিওকেরেস। তিনি জানান, ‘গত মৌসুমে আর্সেনালের বিপক্ষে খেলতে গিয়ে বুঝেছিলাম, এটি খুবই শক্তিশালী দল। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, মৌসুম শেষে আর্সেনালেই যোগ দেব। ক্লাবের ঐতিহ্য ও বিশাল সমর্থকগোষ্ঠীও আমাকে অনুপ্রাণিত করেছে।’

২৭ বছর বয়সী এই স্ট্রাইকার আর্সেনালের হয়ে ১৪ নম্বর জার্সি পরবেন, যা একসময় কিংবদন্তি থিয়েরি অঁরি পরতেন। এর আগে তিনি ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন এবং কভেন্ট্রি সিটির হয়ে খেললেও কখনো প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাননি।

এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে গিওকেরেসসহ মোট ছয়জন খেলোয়াড় কিনেছে আর্সেনাল। এর আগে ক্রিস্টিয়ান মোস্কেরা, মার্টিন জুবিমেন্দি, কেপা আরিজাবালাগা, নোনি মাদুয়েকে ও ক্রিস্টিয়ান নরগার্ডকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। নতুন ছয় খেলোয়াড়ের পেছনে মোট ব্যয় দাঁড়িয়েছে ২৩৩.৩৫ মিলিয়ন ইউরো (৩ হাজার ৩৫৬ কোটি টাকার বেশি)।

বাংলাধারা/এসআর