ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় জিডি

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৪:০৪ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিফাতুর রহমান সৌরভ।

অভিযোগে বলা হয়েছে, তাসকিন আহমেদ ফোনে সৌরভকে মিরপুর এক নম্বরে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর রাতেই থানায় জিডি করেন তিনি।

এ বিষয়ে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন,
‘মিডিয়াতে খবরটি সকালে দেখেছি। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও বিষয়টি জেনেছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। যদি অভিযোগ সত্য হয়, তবে এটি অত্যন্ত দুঃখজনক। আইকন প্লেয়ারদের এসব ঘটনায় জড়ানো উচিত নয়। তদন্তের ফলাফলের পরই বিস্তারিত জানা যাবে।’

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছেন তাসকিন আহমেদ।

বাংলাধারা/এসআর