নির্বাচনে ৬০ হাজার সেনা মোতায়েন থাকবে: প্রেস সচিব
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৪:১৪ দুপুর

ছবি: সংগৃহিত
আগামী জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিতীয় দফা বৈঠকের পর এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম বলেন, “বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় ৬০ হাজার ট্রুপস নির্বাচনী দায়িত্বে থাকবে। ৫ আগস্ট থেকে তারা মাঠে নামবেন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও থাকবে।”
এ সময় তিনি আরও জানান, নির্বাচনের সময় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে। “আমাদের ইন্টেলিজেন্স ইউনিটগুলো যাতে সমন্বিতভাবে কাজ করতে পারে এবং কোনো দুর্বলতা না থাকে, সেজন্য বৈঠকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে,” বলেন তিনি।
পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “পুলিশের আইজি জানিয়েছেন যে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেড় লাখ পুলিশ সদস্যের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে।”
এছাড়া ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় একটি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। “ইতোমধ্যেই নির্বাচনকে ঘিরে অনেক মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা সামনে আরও বাড়তে পারে। এসব তথ্য যাচাই ও মোকাবিলার জন্য জাতীয় পর্যায়ে একটি তথ্যকেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে,” বলেন শফিকুল আলম।
বাংলাধারা/এসআর