আজ ঘোষিত হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের মুদ্রানীতি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:১৭ দুপুর

ছবি: সংগৃহিত
বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করতে যাচ্ছে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।
এ সময় তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই তিনটি মূল লক্ষ্য নিয়ে গৃহীত পূর্ববর্তী মুদ্রানীতির অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, মুখ্য অর্থনীতিবিদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সে সময় গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছিলেন, ২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির বছর নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারলে চলতি বছরের জুন থেকেই ব্যাংকঋণের নীতি সুদহার কমানোর সম্ভাবনার কথাও উঠে এসেছিল।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির চাপে ভুগছে। আগের সরকারের সময় থেকেই এই প্রবণতা চলমান। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার দফায় দফায় সুদের হার বাড়ান। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও এই নীতির ধারাবাহিকতা বজায় রাখা হয়। তবে উচ্চ সুদের ফলে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে। উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন, যার নেতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে।
এই প্রেক্ষাপটে, আজকের মুদ্রানীতি ঘোষণা অর্থনীতি পুনরুজ্জীবনে কতটা সহায়ক হবে, তা নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যবসায়ী মহল ও বিশ্লেষকরা। নতুন নীতিতে সুদের হার, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কৌশল এবং বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরিতে কী পদক্ষেপ নেওয়া হয়, তা অর্থনৈতিক ভবিষ্যতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বাংলাধারা/এসআর