যুক্তরাষ্ট্রে শুল্ক আয়ে রেকর্ড, ছয় মাসেই ছাড়িয়ে গেল আগের পুরো বছরের আয়
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১১:১৯ রাত

ছবি: সংগৃহিত
২০২৫ সালের প্রথমার্ধেই যুক্তরাষ্ট্র শুল্ক রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ছয় মাসেই দেশটি শুল্ক থেকে আয় করেছে ৮৭ বিলিয়ন ডলারেরও বেশি, যা ২০২৪ সালের পুরো বছরের আয় (৭৯ বিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি মার্কিন ট্রেজারি বিভাগের সর্বশেষ তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, শুধু জুন মাসেই শুল্ক থেকে রাজস্ব আদায় হয়েছে ২৬.৬ বিলিয়ন ডলার, যা জানুয়ারির তুলনায় প্রায় চার গুণ বেশি।
বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিই এই প্রবৃদ্ধির মূল কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্যভিত্তিক অর্থনৈতিক নীতি থেকে সরে এসে তিনি বাণিজ্যিক অংশীদারদের ওপর নানা ধরনের শুল্ক আরোপ করেন। ইস্পাতসহ কিছু নির্দিষ্ট পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বসানো হয়।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে এমন সব বাণিজ্য চুক্তিতে পৌঁছায়, যার আওতায় আগের তুলনায় অনেক বেশি শুল্কহার কার্যকর হয়। যদিও এই হারগুলো ট্রাম্প ঘোষিত সর্বোচ্চ হারের চেয়ে কম, তবে তা পূর্ববর্তী সময়ের তুলনায় বেশ উল্লেখযোগ্য।
এর আগে, ২০২২ সালে সর্বোচ্চ ৯৮ বিলিয়ন ডলার শুল্ক রাজস্ব আদায় করেছিল যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।
এদিকে বৃহস্পতিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে দাবি করেন, তার আরোপিত শুল্কের কারণেই যুক্তরাষ্ট্র এখন আবার “মহান ও ধনী” হয়ে উঠছে। তিনি বলেন, “এক বছর আগে যুক্তরাষ্ট্র ছিল মৃতপ্রায়, এখন এটি বিশ্বের সবচেয়ে ‘হটেস্ট’ দেশ।”
ট্রাম্প আরও জানান, ১ আগস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই বহু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হয়ে উঠেছে। সেদিন থেকেই কপার আমদানিতে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রসহ প্রায় ৮০টি দেশের জন্য ১১ থেকে ৫০ শতাংশ হারে নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই কড়াকড়ি শুল্কনীতি যুক্তরাষ্ট্রের রাজস্ব আদায়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে, তবে দীর্ঘমেয়াদে এর বৈশ্বিক বাণিজ্যে প্রভাব নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
বাংলাধারা/এসআর