নির্বাচনী আসন গাজীপুরে বাড়ছে, বাগেরহাটে কমছে : ইসি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৪:৪৪ দুপুর

ছবি: সংগৃহিত
আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর জেলায় একটি সংসদীয় আসন বৃদ্ধি এবং বাগেরহাট জেলায় একটি আসন হ্রাসের সুপারিশ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনগুলো নির্ধারণ করা হয়। যেসব জেলায় ভোটার সংখ্যা বেশি, সেখানে আসন বাড়ানো হবে এবং যেখানে ভোটার কম, সেখানে আসন হ্রাস পাবে।
তিনি আরও জানান, সংবিধানের ধারা ১১৯ থেকে ১২৪ অনুযায়ী জাতীয় নির্বাচনে আসন ও সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এ প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামত ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ গ্রহণ করা হয়। বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কারিগরি টিম গঠন করা হয়েছে, যারা নানা দিক বিবেচনায় নিয়ে আসন বণ্টনের সীমানা নির্ধারণ করেছে।
সংস্থাটি সুনির্দিষ্ট তথ্য ও ন্যায়নিষ্ঠা বজায় রেখে ভবিষ্যৎ নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
বাংলাধারা/এসআর