জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু ৪১ জনের, শনাক্ত ছাড়াল ১০ হাজার
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৬:৩৯ বিকাল

ছবি: সংগৃহিত
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে জুলাই মাসে। এক মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সংস্থাটির নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটেছে এই জুলাই মাসেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চ মাস ছিল মৃত্যুশূন্য, এপ্রিলে মারা গেছেন ৭ জন, মে মাসে ৩ জন এবং জুনে ১৯ জন।
সব মিলিয়ে এ বছরের শুরু থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়েছে। শুধুমাত্র জুলাই মাসেই ১০ হাজার ৬৮৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। পুরো বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৮০ জনে পৌঁছেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও দুইজন।
চলমান বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা নগরবাসীকে মশার বিস্তার রোধে সচেতন ও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন।
বাংলাধারা/এসআর