ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

রাঙামাটির পাহাড়ে সেনা অভিযান, উদ্ধার একে-৪৭সহ বিপুল অস্ত্র

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১১:৪০ দুপুর  

ছবি: সংগৃহিত

রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালাচ্ছে। অভিযানের সময় সেনা সদস্যদের সঙ্গে গোষ্ঠীর সশস্ত্র সদস্যদের গুলি বিনিময় হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানে ইতোমধ্যে একটি একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, অভিযান এখনও চলছে এবং পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

বাংলাধারা/এসআর