জাতীয় ঐকমত্যে অগ্রগতি, একধাপ এগোলো সংলাপ: ড. আলী রীয়াজ
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৪:১০ দুপুর

ছবি: সংগৃহিত
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠনের কাজ দ্রুত এগোচ্ছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।
ড. রীয়াজ বলেন, "আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো সিদ্ধান্ত গ্রহণ। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আশা করছি আগামীকালকের মধ্যেই আমাদের অগ্রগতির বিষয়টি আপনাদের অবহিত করতে পারব।"
তিনি জানান, সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে চলমান আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ বিষয়ে একটি লিখিত খসড়া সব অংশগ্রহণকারী দলের কাছে হস্তান্তর করা হবে। তবে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত আলোচনা এখনও শুরু হয়নি।
অধিকার প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব আলাদাভাবে সব দলের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে অধিকাংশ দল এই প্রস্তাবে নীতিগতভাবে একমত হলেও সংবিধানে সম্ভাব্য পরিবর্তন নিয়ে কিছু মতভেদ রয়েছে।
তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে জমা দেওয়া সুপারিশ ও আপত্তিগুলো কমিশনের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তা খোলামেলা আলোচনায় অবদান রাখছে।
ড. রীয়াজ বলেন, "আজকের মধ্যেই যেসব বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরেছি, সেগুলোর একটি তালিকা তাদের হাতে তুলে দেওয়া হবে। আশা করছি, আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ উপস্থাপন করতে পারব।"
আলোচনার গতি বাড়াতে দলগুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, "আপনারা যেভাবে শুরু থেকে সহযোগিতা করে আসছেন, তেমন আন্তরিকতা ভবিষ্যতেও আশা করছি।"
রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে আলোচনার খসড়া এখনও প্রস্তুত না হলেও, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা এগিয়ে চলেছে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলী রীয়াজ।
বাংলাধারা/এসআর